ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা হলেন সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোখবের
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবেরকে সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সর্বোচ্চ নেতার স্বাক্ষর সম্বলিত এ সংক্রান্ত নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
ঐ নিয়োগপত্রে তিনি বলেছেন, 'ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষকরে শহীদ রায়িসির সরকারে আপনার প্রতিশ্রুতিশীল ও প্রভাবশালী সেবা এবং নানা প্রকল্প বাস্তবায়নে অধ্যবসায়ী ও কর্মঠ তরুণ ও মেধাবীদের কাজে লাগানোর সঠিক ও সুচিন্তিত নীতির পরিপ্রেক্ষিতে আপনাকে উপদেষ্টা ও সহকারী হিসেবে নিয়োগ দিচ্ছি। আশা করা যায়, উল্লেখিত নীতির আলোকে যৌক্তিক পরিকল্পনা প্রণয়ন করে যোগ্য তরুণদের সনাক্তকরণ ও তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে কাজে লাগিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যদেরকে সহযোগিতা করবেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার সাফল্য কামনা করছি।'
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন মোহাম্মাদ মোখবের।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।