‘ইসরাইলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী চুপ থাকতে উচিত নয়’
(last modified Tue, 24 Sep 2024 10:39:18 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১৬:৩৯ Asia/Dhaka
  • ‘ইসরাইলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী চুপ থাকতে উচিত নয়’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয় বরং দখলদার এ শক্তির বিরুদ্ধে চূড়ান্ত এবং ত্বরিৎ ব্যবস্থা নেয়া জরুরি।

গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা বলেন কাজেম গরীবাবাদী।

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনারা যে ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তা তাদের পদ্ধতিগত এবং ইচ্ছাকৃত মানবতাবিরোধী অপরাধযজ্ঞ ও গণহত্যা। এসব অপরাধযজ্ঞ ও হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের চরম লঙ্ঘন। 

ইসরাইলের জন্যে এই সীমাহীন দায় মুক্তির বিষয়টি ফিলিস্তিনের জন্য আরো ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মুহূর্তের নীরবতার অর্থই হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদেরকে আরো বেশি হত্যা করার সুযোগ দেয়া।

লেবাননে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যেসব হামলা চালিয়েছে তার কথা উল্লেখ করে কাজেম গরিববাদি  বলেন, এসব সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, ইসরাইলের দখলদার সরকার মানবতা ও মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৪

ট্যাগ