‘ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতি উল্লেখযোগ্য মাত্রায় পরিবর্তিত হবে’
পুতিনের ইউক্রেন বিষয়ক বক্তব্য মনযোগ দিয়ে শুনুন: ক্রেমলিন
পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত করা হলে পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হুঁশিয়ারি দিয়েছেন তা আবার মনযোগ দিয়ে শোনার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্রেমলিন।
রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে সেগুলো দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত করা হলে মস্কোর পরমাণু অস্ত্র পরীক্ষা নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা- এমন প্রশ্নের উত্তরে পেসকভ এ আহ্বান জানান।
তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে যে বক্তব্য দিয়েছেন সেখানে রুশ ফেডারেশনের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে।
পুতিন গত ১২ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে দেয়া ভাষণে বলেছিলেন, যদি ইউক্রেনকে পাশ্চাত্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আক্রমণ চালানোর অনুমতি দেয়া হয় তাহলে ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে। সেটি হবে তাদের সরাসরি অংশগ্রহণ এবং তার ফলে যুদ্ধের গতিপ্রকৃতি উল্লেখযোগ্য মাত্রায় পরিবর্তিত হয়ে যাবে।
সেক্ষেত্রে ‘নয়া হুমকি’ বিবেচনায় নিয়ে রাশিয়া ‘যথোপযুক্ত সিদ্ধান্ত’ নিতে বাধ্য হবে বলে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে দেন। রাশিয়া কী ব্যবস্থা নিতে পারে সেদিন তিনি তা স্পষ্ট করেননি। তবে অতীতে রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা টার্গেটগুলোতে হামলা চালানোর জন্য পাশ্চাত্যের শত্রুদেরকে রুশ অস্ত্রে সজ্জিত করার হুমকি দিয়েছেন। এছাড়া, তিনি গত জুন মাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলোতে হামলার জন্য প্রস্তুত করার হুমকি দেন। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/২৫