সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব
https://parstoday.ir/bn/news/event-i142004-সাবেক_শিল্পমন্ত্রী_নূরুল_মজিদকে_গ্রেপ্তার_করেছে_র_্যাব
বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে দেশটির  র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ফোর্স বা র‍্যাব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১১:২৫ Asia/Dhaka
  • সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে দেশটির  র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ফোর্স বা র‍্যাব।

আজ (বুধবার) সকালে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব বলেছে, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানো হলো

এদিকে, হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আজ বুধবার এ আদেশ দেন।

অপর যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবু।#

পার্সটুডে/জিএআর/২৫