বিজেপি জিতলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে: যোগী আদিত্যনাথ
https://parstoday.ir/bn/news/event-i142086
জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই পাক অধিকৃত কাশ্মীর  ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • যোগী আদিত্যনাথ
    যোগী আদিত্যনাথ

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই পাক অধিকৃত কাশ্মীর  ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গতকাল (বৃহস্পতিবার) কাশ্মীরের আরএস পুরা নির্বাচনী কেন্দ্রে তিনি দাবি করেছেন, "পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্দ্য অংশ। চিরকাল আন্তর্জাতিক মঞ্চে এমনটাই বলে এসেছে ভারত। মুখে বলে কাজ হয়নি। এবার কাজে করিয়ে দেখাবে ভারত।"

এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন বিজেপি ৪০০ আসনে জিতলে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। এবার কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে সেই স্পর্শকাতর বিষয়টিকেই হাতিয়ার করলেন যোগী।

তিনি বলেন, “পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেরদেরই সামলাতে পারছে না, অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন।

জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে মোট তিন হাজার ৫০২টি ভোটকেন্দ্রে গত বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হয়। এতে ভোট দিয়েছেন মোট ৫৬ দশমিক ০৫ শতাংশ ভোটার। এই দফায় মোট প্রার্থীসংখ্যা ২৩৯।#

পার্সটুডে/এমএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।