হোয়াইট হাউসের বাইরে শরীরে আগুন দিলেন ইসরাইল-বিরোধী সাংবাদিক  
(last modified Sun, 06 Oct 2024 12:41:26 GMT )
অক্টোবর ০৬, ২০২৪ ১৮:৪১ Asia/Dhaka
  • হোয়াইট হাউসের বাইরে শরীরে আগুন দিলেন ইসরাইল-বিরোধী সাংবাদিক  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে গতকাল (শনিবার) সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন এক সাংবাদিক।

পরে তার পরিচয়ও মিলেছে; তিনি মার্কিন গণমাধ্যমে কাজ করা ফটোসাংবাদিক স্যামুয়েল মেনা জুনিয়র। নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়ার ভিডিও ফুটেজ এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে কোনো মিডিয়াতে তিনি কর্মরত ছিলেন তা পরিষ্কার নয়।

মেনা জুনিয়রকে হোয়াইট হাউজের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেয়ার পরে ব্যাথায় চিৎকার করতে দেখা যায়। এসময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য ছুটে যায়। 

ভিডিওতে দেখা যায়- মেনা তার বাম হাত ধরে রেখেছে তবে সাহায্যে ছুটে আসা লোকজন তার শরীরে পানি ঢেলে দেন। তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়। খবরে বলা হয়েছে- নিজের দেহে আগুন লাগানোর ফলে মেনার জীবন ঝুঁকির মুখে পড়েছে।  

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান বাহিনীর সক্রিয় সদস্য অ্যারন বুশনেল ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের শরীরে  আগুন ধরিয়ে মারা যান। দুজনই গাজায় ইসরাইলের অব্যাহত বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে গায়ে আগুন দেন।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ