ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের টার্নিং পয়েন্ট হচ্ছে অপারেশন আল-আকসা স্টর্ম
(last modified Tue, 08 Oct 2024 05:51:43 GMT )
অক্টোবর ০৮, ২০২৪ ১১:৫১ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের টার্নিং পয়েন্ট হচ্ছে অপারেশন আল-আকসা স্টর্ম

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বছরের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে যে অপারেশন আল-আকসা স্টর্ম পরিচালিত হয়েছে সেটি ফিলিস্তিনিদের জন্য ইসরাইলবিরোধী লড়াইয়ের টার্নিং পয়েন্ট।

গতকাল (সোমবার) ৭ অক্টোবর অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছেন। ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের হামাস এবং জিহাদ আন্দোলনসহ প্রতিরোধকামী যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, গত ৮ দশক ধরে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে পুঞ্জিভূত ক্ষোভের প্রচণ্ড বিস্ফোরণ।  দীর্ঘ দখলদারিত্বের সময় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ওপর যেমন গণহত্যা চালিয়েছে তেমনি প্রচণ্ড নির্যাতন-নিপীড়ন চালিয়ে ফিলিস্তিনিদেরকে উদ্বাস্তু জাতিতে পরিণত করেছে। পাশাপাশি আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়নসহ পশ্চিমা শক্তিগুলোর সমর্থনে পবিত্র স্থানগুলোর চরম অসম্মান করেছে।  ইসরাইল তার অনুসৃত নীতির আওতায় গত বেশ কয়েক বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননের জনগণের ওপর গণহত্যা এবং সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদ জোরদার করেছে।

এ সমস্ত অপরাধের কারণে ইহুদিবাদী ইসরাইল এখন সারা বিশ্বে সবচেয়ে ঘৃণিত সত্তা হিসেবে চিহ্নিত এবং বিশ্বের মুক্তিকামী জনগণ এখন ইসরাইলের রাজনৈতিক নেতাদের বিচার ও ফাঁসি চায়। ইরানি মন্ত্রণালয় বলেছে, গত এক বছরের ভেতরে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়াসহ প্রতিরোধ সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের শাহাদাতের ঘটনা অবশ্যই অনেক বড় ক্ষতি কিন্তু তাদের বিশুদ্ধ রক্ত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে ফিলিস্তিনিদেরকে শক্তিশালী করে তুলবে। বর্তমানে প্রতিরোধ শুধুমাত্র গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন কিংবা ইরাকে সীমাবদ্ধ নেই বরং তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশ্ববাসীর মনে প্রচণ্ড ঘৃণা জন্মেছে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ