একনজরে ইসরাইলিদের করা ৫টি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
(last modified Sat, 15 Mar 2025 12:52:04 GMT )
মার্চ ১৫, ২০২৫ ১৮:৫২ Asia/Dhaka
  • আইজ্যাক বারাক
    আইজ্যাক বারাক

পার্সটুডে: ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন জেনারেল স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে অক্ষম।

হামাসের বিরুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর অসহায়ত্বের কথা স্বীকার করে আইজ্যাক বারাক সতর্ক করে দিয়ে বলেন যে নতুন যেকোনো যুদ্ধ বন্দিদের জীবনকে বিপন্ন করতে পারে এবং ইসরাইলি সৈন্যদের হতাহতের সংখ্যা বৃদ্ধি করতে পারে। গতকাল (শুক্রবার) ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সাবেক ইসরাইলি সামরিক কর্মকর্তা আইজ্যাক বারাক বলেছেন,  সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল যে নতুন সেনা কমান্ড ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের ফাঁদে পড়েছে।"

ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের বিষয়ে ইহুদিবাদী সরকারের স্বীকারোক্তি

 ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইসরাইলিদের পরাজয়ের স্বীকারোক্তিতো আছেই বরং আরেকটি বিষয় হলো ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের ব্যাপারেও দখলদার শাসকগোষ্ঠী স্বীকারোক্তি দিয়েছে।  মেহের নিউজ এজেন্সির মতে ইহুদিবাদী সংবাদপত্র "হারেৎজ" গত সপ্তাহে একটি প্রতিবেদনে লিখেছিল যে আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইলি পুলিশ দখলদার সেনাবাহিনীর উপাদানগুলোর দ্বারা গাজার বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার বিষয়ে তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদন অনুসারে,ইহুদিবাদীরা গাজার বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার পর তাদের নয়জনের মৃত্যুর খবরের সত্যতা রেড ক্রসের তদন্তে নিশ্চিত হয়েছে। তদন্তে বলা হয়েছে যে যখন একজন ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি সামরিক বাহিনীর এমন একটি ভবনে প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন যেখানে ইসরাইলি সেনাবাহিনী ভেবেছিল যে সেখানে বোমা আছে এই জায়নিস্ট তাকে পিঠে গুলি করে আহত করে।

হামাসের বিরুদ্ধে ওয়াশিংটন এবং তেল আবিবের হুমকি অকার্যকর বলে স্বীকারোক্তি

একটি ইহুদিবাদী সংবাদমাধ্যম জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে তাদের হুমকি বাস্তবায়ন করতে অক্ষম। সেই অনুযায়ী ইহুদিবাদী সরকারের টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল ২৪ এক প্রতিবেদনে লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট হামাসকে গাজার জন্য নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং ইসরাইল এই অঞ্চলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সাথে আলোচনার জন্য একজন প্রতিনিধি পাঠায় এবং ফলাফল হল ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের হুমকি বাস্তবায়ন করতে ব্যর্থ হন।

নাহাল ওজে সিনওয়ার সৈন্যদের মাধ্যমে ইহুদিবাদী গোলানি ব্রিগেডের পরাজয়ের  স্বীকারোক্তি

অন্যদিকে, ওয়ালা ওয়েবসাইটের সামরিক বিশ্লেষক আমির বোখবাউট সম্প্রতি বলেছেন, নাহাল ওজ সামরিক ঘাঁটির অন্ধকার চিত্র হলো সেখানে বিপুল সংখ্যক সামরিক বাহিনীর উপস্থিতি যাদের সংখ্যা ছিল ৯০ জন এবং যাদের বেশিরভাগই ছিল গোলানি ব্রিগেডের তারা প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না এবং প্রায় ১৫ মিনিট পরে পরাজিত হয়েছিল। আমির বোখবাউট আরও বলেন: "এই যুদ্ধে হামাস বাহিনী একটি নির্ণায়কসূচক বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল।" একটি সামরিক তদন্তের ফলাফল থেকে দেখা যায় যে ২০২৩ সালের ৭ অক্টোবরে পরিচালিত আল-আকসা তুফান অভিযানের সময় ইসরাইলি সেনাবাহিনী নাহাল ওজ ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থতার ফলে কয়েক ডজন ইহুদি সৈন্য নিহত হয় এবং আরও বেশ কয়েকজনকে আটক করা হয় যার মধ্যে বেশ কয়েকজন ইহুদিও ছিল।

৮৭,০০০ ইসরাইলি সৈন্য আহত এবং অঙ্গহানি হওয়ার বিষয়ে স্বীকারোক্তি

ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়ও ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধের পর প্রথমবারের মতো স্বীকার করেছে যে গাজায় প্রতিরোধকামীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারের ৮৭,০০০ জন সৈন্য আহত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধের সময় সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ডাকা রিজার্ভ সৈন্যদের মধ্যে আঘাত এবং অঙ্গহানির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীতে আহত এবং অঙ্গহানি হওয়া সৈন্যদের অর্ধেকের বয়স ৩০ বছরের কম।#

পার্সটুডে/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।