অধিকৃত গোলানে আবারও ইরাকি ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/event-i142486
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আবারো ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৯, ২০২৪ ১৩:৫৯ Asia/Dhaka
  • আজ  (বুধবার) ভোরে ইসরাইলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা
    আজ (বুধবার) ভোরে ইসরাইলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আবারো ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে। 

ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট আজ (বুধবার) সকালে জানিয়েছে, তারা কয়েকটি ড্রোনের সাহায্যে ইসরাইল অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরাকি যোদ্ধারা বলেছে, ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইল গাজা এবং লেবাননে নারী, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের ওপর যে গণহত্যা চালাচ্ছে তার জবাবে আজ ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গোলান মালভূমির ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। 

এছাড়া, ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে বলে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে। বিবৃতিতে ফিলিস্তিন ও লেবাননের জনগণকে আমাদের লোকজন বলে উল্লেখ করা হয়। এর মধ্যদিয়ে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মূলত একটি অভিন্ন আরব জাতিসত্তার কথা তুলে ধরার চেষ্টা করেছে। 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর প্রায় নিয়মিতভাবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন