মার্কিন সরকারের চাপের মুখে ইসরাইলি গুপ্তচরকে ছেড়ে দিল লেবানন
(last modified Fri, 11 Oct 2024 08:35:06 GMT )
অক্টোবর ১১, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  • মার্কিন সরকারের চাপের মুখে ইসরাইলি গুপ্তচরকে ছেড়ে দিল লেবানন

মার্কিন সরকারের চাপের মুখে সম্প্রতি আটক একজন ইসরাইলি গুপ্তচরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে লেবানন। ওই গুপ্তচর সাংবাদিকের ছদ্মবেশে লেবাননের গুরুত্বপূর্ণ তথ্য তেল আবিবের কাছে পাচারের চেষ্টা করছিল।

গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ উপকণ্ঠ থেকে ৪২ বছর বয়সি জোশুয়া তারতাকোভস্কিকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী। মার্কিন চাপের মুখে গতকাল (বৃহস্পতিবার) তাকে মুক্তি দিয়ে দেশ থেকে বের করে দেয় বৈরুত।

আমেরিকায় জন্মগ্রহণকারী এবং ব্রিটিশ ও ইসরাইলি দ্বৈত পাসপোর্টধারী তারতাকোভস্কি কয়েক সপ্তাহ আগে লেবাননে যান। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সোজা হিজবুল্লাহ অধ্যুষিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে চলে যান।

তার গতিবিধি সন্দেহজনক হওয়ার কারণে মঙ্গলবার হিজবুল্লাহর নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। লেবানন ও ইসরাইল উভয়ের আইন অনুযায়ী লেবাননে ইসরাইলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ।

তবে তারতাকোভস্কি নিজের ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে একদল বিদেশি সাংবাদিক ও ত্রাণকর্মীর সঙ্গে লেবাননের প্রবেশ করেছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার তল্পিতল্পা পরীক্ষা করে ইসরাইলি পাসপোর্ট পাওয়া যায়। শেষ পর্যন্ত বৈরুতস্থ মার্কিন দূতাবাসের চাপে লেবানন সরকার ওই ইসরাইলি গুপ্তচরকে মুক্তি দিতে বাধ্য হয় বলে লেবাননের একাধিক সূত্র জানিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ