দক্ষিণ লেবাননের আকাশে ইসরাইলের হার্মিস ৪৫০ ড্রোন ধ্বংস করল হিজবুল্লাহ
(last modified Tue, 15 Oct 2024 12:51:45 GMT )
অক্টোবর ১৫, ২০২৪ ১৮:৫১ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননের আকাশে ইসরাইলের হার্মিস ৪৫০ ড্রোন ধ্বংস করল হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননের আকাশে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে।  

হিজবুল্লাহ আজ (মঙ্গলবার) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বিভাগ আজ খুব ভোরে ইসরাইলের একটি হার্মিস ৪৫০ ড্রোন ভূপাতিত করেছে।

এর আগেও হিজবুল্লাহ দখলদার ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ অব্যাহত রয়েছে।

গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং লেবাননের জনগণ ও ভূখণ্ড রক্ষার লক্ষ্যে এসব অভিযান চালানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ইসরাইলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত চার ইসরাইলি সেনা নিহত ও বহু সেনা আহত হয়েছে। এই হামলার পর হিজবুল্লাহর সক্ষমতা অটুট থাকার কথা স্বীকার করেছেন অনেক সামরিক বিশ্লেষক।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ