টেলিভিশনে ভাষণ দিলেন হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম
'ইসরাইল পরাজিত ও আরও পরাজয় দেখবে'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল সরকার ফিলিস্তিনি ভূমি জবরদখল করে শুধু ফিলিস্তিনের জন্য নয় বরং গোটা অঞ্চলসহ সারাবিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে।
তিনি গতরাতে (মঙ্গলবার রাতে) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেন, ইসরাইল একটি দখলদার সরকার এবং এটি মধ্যপ্রাচ্য অঞ্চলসহ সারাবিশ্বের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর এই নিয়ে শেখ নাঈম তিনবার সরাসরি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল আরব ও মুসলিম দেশগুলোকে ভয় দেখিয়ে নিজের আধিপত্য ধরে রাখতে চায়।
এ অবস্থায় দখলদার বাহিনী ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের গণহত্যা অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান হিজবুল্লাহর এই সিনিয়র নেতা। তিনি বলেন, “চলমান যুদ্ধ ও গণহত্যায় ইসরাইল ও তার পেছনে সহযোগী হিসেবে যারা রয়েছে তারা আমাদের সামনে প্রতিরোধ ছাড়া অন্য কোনো অপশন খোলা রাখেনি।”
পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন-ইসরাইলি পরিকল্পনারও স্বরূপ তুলে ধরেন শেখ নাঈম কাসেম। তিনি বলেন, “বড় শয়তান আমেরিকা একটি নতুন মধ্যপ্রাচ্য চায়। নেতানিয়াহুও একই ধরনের স্বপ্ন দেখে। এর অর্থ হচ্ছে, আমেরিকা ও ইসরাইল উভয়ে মিলে চলমান গণহত্যা চালাচ্ছে।”
ইসরাইল বিরোধী দীর্ঘ প্রতিরোধ যুদ্ধে হিজবুল্লাহকে পরাস্ত করা যাবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই নেতা। তিনি বলেন, হিজবুল্লাহকে পরাজিত করা যাবে না কারণ, এই সংগঠনের যোদ্ধাদের নিজস্ব ভূমি রয়েছে এবং তারা সম্মানিত জীবনের জন্য আত্মোৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন। পক্ষান্তরে ইসরাইলি বাহিনী পরাজিত হয়েছে এবং তাদের জন্য আরো বেশি পরাজয় অপেক্ষা করছে।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।