আমির হোসেন আমু গ্রেফতার, আসাদুজ্জামান খানের পিস্তল উদ্ধার
(last modified Wed, 06 Nov 2024 08:46:15 GMT )
নভেম্বর ০৬, ২০২৪ ১৪:৪৬ Asia/Dhaka
  • আমির হোসেন আমু
    আমির হোসেন আমু

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (বুধবার) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। 

তিনি সাংবাদিকদের জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

সম্প্রতি এই আওয়ামী লীগ নেতার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিস্তল উদ্ধার

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, তেজগাঁও থানা পুলিশের একটি দল রাজধানীর মণিপুর এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করেছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে।

গতকাল আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল, সালমান, কামাল ও সুমন

নতুন করে আরও দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককেও (ব্যারিস্টার সুমন) একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার সকালে এ আদেশ দেন।#

পার্সটুডে/এমএআর/৫