ইইউ'র নয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে তেহরানে হাঙ্গেরির রাষ্ট্রদূত তলব
https://parstoday.ir/bn/news/event-i142700-ইইউ'র_নয়া_নিষেধাজ্ঞার_প্রতিবাদে_তেহরানে_হাঙ্গেরির_রাষ্ট্রদূত_তলব
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরুদ্ধে নিজের তীব্র ক্ষোভের কথা জানাতে হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৬, ২০২৪ ১০:৩৩ Asia/Dhaka
  • তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরুদ্ধে নিজের তীব্র ক্ষোভের কথা জানাতে হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হাঙ্গেরির রাষ্ট্রদূত গিওলা পেটোকে মঙ্গলবার ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ডেকে পাঠানো হয়। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে হাঙ্গেরি।

এর আগে সোমবার ইইউ ইরানের সাত ব্যক্তি ও সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিমান পরিবহণ সংস্থা ‘ইরান এয়ার’ও রয়েছে। ইরান বিমানে করে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান জোরালোভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে ইরানের তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরানের উপ প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের সঙ্গে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ ধরনের চুক্তি করা হয়। কাজেই এটি এমন কোনও বিষয় নয় যে তৃতীয় পক্ষ তাতে হস্তক্ষেপ করতে পারে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।