উসকানি দিলে প্রতিশোধ
মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক ঘাঁটি 'রেঞ্জের মধ্যেই': আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি ইরানের বিরুদ্ধে যেকোন বোকামিপূর্ণ কাজ করার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে বলেছেন, “মার্কিন জাহাজ, সামরিক ঘাঁটি এবং স্বার্থ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে।”
জেনারেল জাব্বারি বলেন, "মার্কিনিদের জানা উচিত যে, তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে তাদের ঘাঁটি, স্বার্থ এবং জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে।"
তিনি বলেন, "আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই মার্কিনীদের যেকোন সীমা লঙ্ঘনের জবাব দেবে।" জেনারেল জব্বারি বলেন, ওয়াশিংটনের এমন "বোকামিপূর্ণ কাজ" করার সম্ভাবনা নেই।
তিনি আরো বলেন, “যদিও মার্কিনিরা ইসরাইলকে সমর্থন করে, তবে এটি অসম্ভব যে, তারা মূর্খতা করবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে।
ইরানের এ জেনারেল জোর দিয়ে বলেন, “আমেরিকা আমাদের, প্রতিরোধের অক্ষ এবং মুসলিম বিশ্বের মোকাবেলা করার জন্য মোটেও প্রস্তুত নয়।"#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন