তেহরানে হামাসের দপ্তর পরিদর্শন করলেন আহমাদিয়ান
ইসরাইলি আগ্রাসনে ইরানের সামরিক সক্ষমতার ক্ষতি হয়নি: নিরাপত্তা প্রধান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের সার্বিক সামরিক সক্ষমতার কোনো ক্ষতি হয়নি।
তিনি গতকাল (সোমবার) তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। আহমাদিয়ান বলেন, “ইসরাইলি আগ্রাসনে ইরানের সামরিক শক্তির সামান্যতম ক্ষতিও হয়নি।”
গত শনিবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইল ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় আগ্রাসী হামলা চালায় যার ফলে চার সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক শহীদ হন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশিরভাগই আকাশে ধ্বংস করে দেয়া হয়।
ইরান বলেছে, দেশটি যুদ্ধ না চাইলেও ইসরাইলি আগ্রাসনের যথাযথ ও কঠোর জবাব দেয়ার অধিকার পরিত্যাগ করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের ওপর ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আহমাদিয়ান সোমবার হামাসের দপ্তর পরিদর্শনকালে সংগঠনটির নেতা শহীদ ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার দোসরদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে। কিন্তু তেল আবিব এখনও সেখানে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
হামাস নেতা সিনওয়ার গত ১৭ অক্টোবর দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। শাহাদাতের সময় তার শরীরে সামরিক পোশাক এবং হাতে একে-৪৭ রাইফেল ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান শুরু করার আগে বেশ কয়েকবার ইসরাইলি হামলা থেকে প্রাণে রক্ষা পেয়েছিলেন ফিলিস্তিনের এই ক্যারিশম্যাটিক ও সাহসী নেতা।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।