সিরিয়ায় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিরোধ সংগঠনের অভিযান
সিরিয়ান ন্যাশনাল রেজিস্ট্যান্স গ্রুপ আজ (সোমবার) দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির প্রবেশপথের পাশে বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
প্রতিরোধ সংগঠনটি বলেছে, কুনৈত্রা এলাকায় একাধিক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে দখলদার ইসরায়েল। এসব ঘাঁটির একটির আশেপাশে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের পর তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
একই সঙ্গে এই প্রতিরোধ গোষ্ঠী জুলানি সরকারকে সতর্ক করে বলেছে, তারা যেন দারআ ও কুনৈত্রায় প্রতিরোধ বাহিনীকে দমন বা তাড়া করতে না আসে। ইসরায়েল-বিরোধী তৎপরতায় বাঁধা না দিতে আহ্বান করা হয়েছে।
প্রতিরোধ সংগঠনটি আরও বলেছে, জুলানি সরকারের যে কোনো অপতৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করবে।
বর্তমানে সিরিয়া-ইসরায়েল সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত আছে এবং সিরিয়ার প্রতিরোধ বাহিনী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।