প্রতিরোধ নেতাদের ‘সন্ত্রাসী’ বলল সৌদি চ্যানেল; লাইসেন্স বাতিল করল ইরাক
https://parstoday.ir/bn/news/event-i142820
মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ও কমান্ডারদের দুঃখজনক শাহাদাতের ব্যাপারে অপমানজনক খবর প্রচার করার কারণে সৌদি-মালিকানাধীন এমবিসি টেলিভিশনের লাইসেন্স বাতিল করেছে ইরাক সরকার। সেইসঙ্গে বাগদাদে চ্যানেলটির ব্যুরো অফিস গুটিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২০, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • দুবাই মিডিয়া সিটিতে সৌদি মালিকানাধীন এমবিসি গ্রুপের প্রধান অফিস
    দুবাই মিডিয়া সিটিতে সৌদি মালিকানাধীন এমবিসি গ্রুপের প্রধান অফিস

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ও কমান্ডারদের দুঃখজনক শাহাদাতের ব্যাপারে অপমানজনক খবর প্রচার করার কারণে সৌদি-মালিকানাধীন এমবিসি টেলিভিশনের লাইসেন্স বাতিল করেছে ইরাক সরকার। সেইসঙ্গে বাগদাদে চ্যানেলটির ব্যুরো অফিস গুটিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার বিকেলে ইরাক সরকারের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন দুবাই-ভিত্তিক এমবিসি চ্যানেলের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে জানায়, চ্যানেলটি বারবার ইরাকের সম্প্রচার আইন লঙ্ঘন করেছে এবং প্রতিরোধ নেতা, সন্ত্রাসবিরোধী কমান্ডার ও শহীদদের অবমাননা করেছে। ইরাকে শনিবার রাত থেকেই চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

এমবিসির রিপোর্টে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ তথা লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের আনসারুল্লাহ ও ইরাকের ইসলামি প্রতিরোধ এবং এগুলোর নেতাদেরকে ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসী নেতাদের তুলনা করা হয়েছে।

বিশেষ করে সৌদি চ্যানেলটি তিন শহীদ নেতা হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ও সম্প্রতি শহীদ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে সরাসরি ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছে।

এমবিসি চ্যানেলের এই ন্যক্কারজনক কাজের প্রতিবাদে গতকাল (শনিবার) ইরাকের একদল উত্তেজিত জনতা বাগদাদে চ্যানেলটির ব্যুরো অফিসে হামলা চালিয়ে সেখানে ভাঙচুর চালায়। পরে অবশ্য পুলিশ এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০