মিথ্যাচার করে রাষ্ট্রপতি তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন: আসিফ নজরুল
(last modified Mon, 21 Oct 2024 10:03:30 GMT )
অক্টোবর ২১, ২০২৪ ১৬:০৩ Asia/Dhaka
  • আসিফ নজরুল- মো. শাহাবুদ্দিন
    আসিফ নজরুল- মো. শাহাবুদ্দিন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ (সোমবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি এটা মিথ্যাচার, এটা বলে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। জাতির উদ্দেশে ৫ আগস্ট ভাষণে রাষ্ট্রপতি পরিষ্কার করে বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহণ করেছি…।

আসিফ নজরুল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং সেটা তিনি গ্রহণ করেছেন। এতদিন পর এ ধরনের কথা বলে শপথ ভঙ্গ করেছেন, স্ববিরোধী মতামত দিয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, এ ধরনের কথা বলার পর রাষ্ট্রপতি তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, তাঁর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে। রাষ্ট্রপতি মানসিকভাবে সুস্থ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা।

এর আগে দৈনিক মানবজমিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

সাক্ষাৎকারটি শনিবার মানবজমিন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’- এ প্রকাশিত হয়। পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই বিশেষ সাক্ষাৎকারটি গ্রহণ করেন।

মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারও না কারও কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র সংরক্ষিত থাকে। কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেষ রাষ্ট্রপতির কাছেই সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে।

৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি।

রাষ্ট্রপতির ভাষ্যে, ‘আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। হয়তো তার সময় হয়নি’।#

পার্সটুডে/এমএআর/২১

ট্যাগ