ইসরাইলের জীবন রক্ষাকারী লাইনগুলো কেটে দিন
(last modified Wed, 23 Oct 2024 05:00:25 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ১১:০০ Asia/Dhaka
  • তেহরানে কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের মাঝে কলিবফ (মধ্য-ডানে)
    তেহরানে কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের মাঝে কলিবফ (মধ্য-ডানে)

ইহুদিবাদী ইসরাইলকে জীবন রক্ষাকারী পণ্যসামগ্রী সরবরাহ করা থেকে বিরত থাকতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।

তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকা ও লেবাননসহ মুসলিম দেশগুলোতে একের পর এক গণত্যা চালাচ্ছে তখন কোনো মুসলিম দেশ তেল আবিবকে কোনো ধরনের সহযোগিতা করতে পারে না।

বাকের কলিবফ মঙ্গলবার তেহরানে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। তিনি ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে তেল আবিবকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক ফোরামগুলোতে উচ্চকণ্ঠ হতেও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, “মুসলিম ভাই-বোনদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালানোর কাজে মুসলিম দেশগুলোনই সম্পদ ব্যবহার করতে ইসরাইলকে অনুমতি দেয়া উচিত নয়।”

বাকের কলিবফ স্পষ্ট করে বলেন, “আমাদেরকে ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং দখলকার এই সরকারের গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সরবরাহ লাইন ছিন্ন করে দিতে হবে।” তিনি গাজা ও লেবাননের জনগণের পাশে দাঁড়াতে মুসলিম নেতাদের উৎসাহিত করার জন্য  রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ