কোন কোন সামরিক ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ?
https://parstoday.ir/bn/news/west_asia-i143488-কোন_কোন_সামরিক_ঘাঁটিতে_হামলা_চালালো_হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ নতুনকরে ইহুদিবাদী ইরসাইলের একটি সামরিক ঘাঁটি, বিস্ফোরক তৈরির একটি কারখানা এবং  একটি সেনাসমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • কোন কোন সামরিক ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ?

পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ নতুনকরে ইহুদিবাদী ইরসাইলের একটি সামরিক ঘাঁটি, বিস্ফোরক তৈরির একটি কারখানা এবং  একটি সেনাসমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।

ফিলিস্তিনি ও লেবাননি জাতির সমর্থনে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত হাইফা শহরের দক্ষিণে 'আল-খুদিরা' এলাকায় বিস্ফোরক তৈরির কারখানায় ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করেছে।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মিরন বিমান ঘাঁটি এবং মাআলিয়া গোলানি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ঐ দুই এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত 'কাফর শোবাই' পার্বত্য এলাকায় ইহুদিবাদী সেনাদের একটা জমায়েতস্থলে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।

গত ২৩ সেপ্টেম্বর সকাল থেকে দখলদার ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক আক্রমণ শুরু করেছে, যা এখনও চলছে। এর মোকাবেলায় হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর ফলে দখলদারের ইসরাইলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।