‘ইসরাইলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত লড়াই চলবে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে হাশেম সাফিউদ্দিন শহীদ হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এই বিবৃতি দিল।
বিবৃতিতে শহীদ সাফিউদ্দিনের পরিবারের সদস্য, মধ্যপ্রাচ্যের জনগণ ও প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনকে অমার্জনীয় অপরাধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবং এইসব অপরাধের ক্ষেত্রে আমেরিকার সরাসরি সহযোগিতা করছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলনের নেতাদের শহীদ করার মধ্যদিয়ে এসব সংগঠনকে দুর্বল করা যাবে না বরং তাদের প্রতিশ্রুতি, মনোবল ও বিশ্বাস আরো বেড়ে যাবে। ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের সম্পূর্ণ অবসান এবং ফিলিস্তিনি জনগণের অধিকার পুরোপুরিভাবে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। #
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।