দক্ষিণ লেবাননে মুখোমুখি সংঘর্ষ: ৫ সেনার নিহত হওয়ার খবর স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i143006-দক্ষিণ_লেবাননে_মুখোমুখি_সংঘর্ষ_৫_সেনার_নিহত_হওয়ার_খবর_স্বীকার_করল_ইসরাইল
দক্ষিণ লেবাননের আইতা আশ-শাব শহরে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের খবর দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে অত্যন্ত কাছে থেকে গুলি করে বহু ইসরাইলি সেনাকে হতাহত করেছেন হিজবুল্লাহ যোদ্ধারা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৫, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka
  • নিহত ৫ দখলদার সেনা
    নিহত ৫ দখলদার সেনা

দক্ষিণ লেবাননের আইতা আশ-শাব শহরে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের খবর দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে অত্যন্ত কাছে থেকে গুলি করে বহু ইসরাইলি সেনাকে হতাহত করেছেন হিজবুল্লাহ যোদ্ধারা।

বিবৃতিতে বলা হয়, এ সময় ইহুদিবাদী সেনাদের সহায়তা দিতে আসা একটি মেরকাভা ট্যাংকে হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া, পৃথক এক ঘটনায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরেকটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করা হয়।

আইত আশ-শাব শহরের সংঘর্ষে হতাহত ইসরাইলি সেনাদের সংখ্যা প্রকাশ করেনি হিজবুল্লাহ। তবে ইহুদিবাদী সামরিক বাহিনী বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে তাদের পাঁচ সেনার নিহত হওয়ার খবর ছবিসহ প্রকাশ করেছে।

ইসরাইলি সেনারা কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করছে। তবে হিজবুল্লাহর বিবৃতিতে একথার সত্যতা প্রত্যাখ্যান করা হয়েছে যে, ইসরাইলি সেনারা লেবাননের অভ্যন্তরে কোনো স্থায়ী আসন গাড়তে পেরেছে।

বিবৃতিতে বলা হয়, দখলদার সেনারা দক্ষিণ লেবাননের কোনো গ্রাম সম্পূর্ণ দখল করতে বা কোনো গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এর একদিন আগে হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্তবর্তী গ্রাম আইতারুনের কারছে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশের একটি প্রচেষ্টা রুখে দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। এতে ইসরাইলের বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার কথাও ঘোষণা করা হয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫