ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন মোকাবিলা করতে গিয়ে ইরানের ২ সেনা শহীদ
https://parstoday.ir/bn/news/event-i143054-ইহুদিবাদী_ইসরাইলি_আগ্রাসন_মোকাবিলা_করতে_গিয়ে_ইরানের_২_সেনা_শহীদ
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, আজ (শনিবার) সকালে ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন মোকাবিলা করতে গিয়ে তাদের দুই সেনা সদস্য শহীদ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২৪ ১৬:১৫ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন মোকাবিলা করতে গিয়ে ইরানের ২ সেনা শহীদ

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, আজ (শনিবার) সকালে ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন মোকাবিলা করতে গিয়ে তাদের দুই সেনা সদস্য শহীদ হয়েছে।

শহীদ সেনাদের নাম হামজা জাহানদিদে এবং মোহাম্মাদ মেহদি শাহরুখিফার।

পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইরানের নিরাপত্তা রক্ষা এবং জাতীয় স্বার্থের ক্ষতি রোধ করতে গিয়ে তারা ২ সেনা সদস্যকে হারিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার সময় ওই ২ সেনা শহীদ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল আজ সকালে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রে হামলা চালায়। ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের জনসংযোগ বিভাগের ঘোষণা অনুসারে ওই আগ্রাসী হামলায় কিছু জায়গায় সীমিত ক্ষতিও হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে তদন্ত করা হচ্ছে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।