বাসিজ কমান্ডারের মন্তব্য
ইসরাইলের বিরুদ্ধে ইরান এখনো তার সক্ষমতা দেখায়নি
ইরানের স্বেচ্ছাসেবী সংস্থা বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান এখনো তার পুরো সামরিক সক্ষমতা দেখায়নি।
গতকাল (শুক্রবার) ইরানের উত্তরাঞ্চলীয় মজান্দারান প্রদেশের সারিতে বাসিজের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় একথা বলেন জেনারেল সোলাইমানি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের মেরামত-অযোগ্য পরাজয় ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার টার্নিং পয়েন্ট।
তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল ভুল হিসাব-নিকাশ করছে এবং শিগগিরই এই ভুল হিসাব-নিকাশ তাদেরকে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি করবে।
ইরানের এ জেনারেল আরো বলেন, “গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে পরিচালিত অপারেশন আল-আকসা স্টর্ম ইহুদিবাদী ইসরাইলের জন্য মারাত্মক পরাজয় ডেকে এনেছে এবং এই ক্যান্সার টিউমারের অস্তিত্বকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের এই অভিযানের মধ্যদিয়ে মুসলিম বিশ্ব নতুন ধাপে পৌঁছেছে যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে- ইহুদিবাদী ইসরাইল পরাজিত হতে পারে। এটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। এই ঐতিহাসিক সুযোগকে আল-কুদস রক্ষার জন্য মুসলমানদের ব্যবহার করা উচিত।”
ইরান থেকে চালানো অপারেশন ট্রু প্রমিজের কথা উল্লেখ করে বাসিজ কমান্ডার বলেন, এসব অভিযানের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা পরিষ্কার হয়েছে। তিন আরো বলেন, আজকের দিনে পাশ্চাত্য ও প্রাচ্যের বহু দেশ প্রতিরোধ আন্দোলনগুলোর পাশে দাঁড়াচ্ছে এবং শিগগিরই ভুয়া ইসরাইল মুছে যাবে।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।