আমেরিকার বিরুদ্ধে সংগ্রামে ইরানি জনগণ বিজয় অর্জন করেছে: সর্বোচ্চ নেতা
(last modified Sun, 03 Nov 2024 03:34:15 GMT )
নভেম্বর ০৩, ২০২৪ ০৯:৩৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামে নিশ্চিত বিজয় অর্জন করার জন্য তার দেশের জনগণের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে শনিবার দেয়া এক পোস্টে লিখেছেন, “মার্কিন সরকারের মতো একটি আধুনিক, উন্নত, আধিপত্যকামী ও শক্তিশালী ব্যবস্থার মোকাবিলা করা সম্ভব কিনা তা নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করেন।”

পোস্টে আরো বলা হয়, “হ্যাঁ, ইরানি জনগণ এটির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং এখন পর্যন্ত নিশ্চিতভাবে বিজয়ী হয়েছে। আজ, ইরানি জাতি এই বিশাল শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হটতে ও দুর্বল করে দিতে সক্ষম হয়েছে।”

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি ছাত্রদের হাতে তেহরানস্থ মার্কিন দূতাবাস দখলের ৪৫তম বার্ষিকী উপলক্ষে ওই বার্তা প্রকাশ করেন সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের ঐতিহাসিক এ দিনটিকে স্মরণে রাখতে ইরানে প্রতি বছর এ দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আয়াতুল্লাহ খামেনেয়ীর এক্স পোস্টটিতে অসংখ্য দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনেরও তীব্র নিন্দা জানানো হয়।  এতে বলা হয়, “আজ, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন রূপে কথিত মানবাধিকারের যে বুলি প্রচার করা হয় তা আর কাউকে প্রতারিত করে না।”# 

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ