ইসরাইলকে ইরানের দৃঢ়তা পরীক্ষা না করার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i143424-ইসরাইলকে_ইরানের_দৃঢ়তা_পরীক্ষা_না_করার_আহ্বান_জানালেন_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ বহুবার ইহুদিবাদী ইসরাইলকে তেহরানের ইচ্ছাশক্তি ও দৃঢ়তা পরীক্ষা না করার আহ্বান জানিয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান অতীতে সাফল্যের সঙ্গে এ ধরনের বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২৪ ০৯:৩৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ বহুবার ইহুদিবাদী ইসরাইলকে তেহরানের ইচ্ছাশক্তি ও দৃঢ়তা পরীক্ষা না করার আহ্বান জানিয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান অতীতে সাফল্যের সঙ্গে এ ধরনের বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তিনি গতরাতে (সোমবার রাতে) এক টিভি টক-শো’তে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আঞ্চলিক দেশগুলো সফরের সময় ইসরাইলকে বারবার এই বার্তা দিয়েছি যে, সে যেন আামদের দৃঢ় ইচ্ছাশক্তিকে পরীক্ষা করতে না আসে। আমরা এরকম বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক বছরে ইহুদিবাদী সরকার বহুবার ইরানকে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য উস্কানি দিয়েছে। কিন্তু ইরান তেল আবিবের ফাঁদে পা দেয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের উস্কানির মোকাবিলায় তেহরান যা উপযুক্ত মনে করবে তাই করবে।

আরাকচি বলেন, “আমরা আমাদের নীতি ও আকাঙ্ক্ষার ব্যাপারে কখনও আপোষ করি না, তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের কৌশল পরিবর্তিত হয়।” যেকোনো পরিস্থিতিতে ইরান নিজের আবেগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট পারদর্শী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

গত এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজ ১ ও ২ নামের যে দু’টি অভিযান চালিয়েছে তার প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, আমরা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ওই সব হামলা চালিয়েছি।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।