বিশ্বের শীর্ষ পরমাণু প্রযুক্তিধর দেশগুলোর অন্যতম ইরান
(last modified Sun, 03 Nov 2024 05:03:19 GMT )
নভেম্বর ০৩, ২০২৪ ১১:০৩ Asia/Dhaka
  • মোহাম্মদ ইসলামী
    মোহাম্মদ ইসলামী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই-এর প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, তার দেশ সফলতার সাথে বিশ্বের শীর্ষ পরমাণু প্রযুক্তিধর দেশগুলোর কাতারে পৌঁছেছে। এজন্য তিনি ইরানের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। 

গতকাল (শনিবার) শিরাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইরান পরমাণু বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক অগ্রগতি লাভ করেছে। 

ইরানের পরমাণু সংস্থার প্রধান বলেন, "এখন আমরা নকশা ও নির্মাণ প্রক্রিয়ায় ব্যবহৃত কম্পিউটিং কোড এবং সফ্টওয়্যার পেতে সফল হয়েছি। এই কোডগুলো পারমাণবিক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়।”

মোহাম্মদ ইসলামী আরো বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আণবিক সংস্থা গবেষণা পর্যায় থেকে শিল্প পর্যায়ে উন্নীত হওয়ার জন্য বিরাট চেষ্টা চালিয়েছে এবং এই প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই খাতে উন্নতি দেশের সামগ্রিক অগ্রগতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি হলে সামরিক শক্তি বাড়বে এবং কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চিন্তা করবে না। ফলে এই খাতে প্রচেষ্টা আরো জোরদার করা দরকার এবং কারোর আধিপত্য থাকা উচিত নয়।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

ট্যাগ