‘শয়তানি চক্রকে দাঁতভাঙ্গা জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট’
(last modified Sun, 03 Nov 2024 12:54:35 GMT )
নভেম্বর ০৩, ২০২৪ ১৮:৫৪ Asia/Dhaka
  • ‘শয়তানি চক্রকে দাঁতভাঙ্গা জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট’

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসন এবং শয়তানি তৎপরতার কারণে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক প্রতিরোধ ফন্টের কাছ থেকে দাঁতভাঙ্গা জবাব পাবে।

আজ (রোববার) বিশ্ব বলদর্পী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেনারেল সালামি। দিবসটি ইরানের জাতীয় ছাত্র দিবস হিসেবেও পরিচিত। 

১৯৭৯ সালের এই দিনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজধানী তেহরানে মার্কিন দূতাবাসে অভিযান চালায় এবং ইরান-বিরোধী ষড়যন্ত্রের জন্য বহু সংখ্যক মার্কিন কূটনীতিককে আটক করে।

জেনারেল সালামি ঐতিহাসিক এ দিনটিকে বিশ্বের স্বাধীনতাকামী ও অধিকার-সন্ধানী দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার প্রকৃত চরিত্র ও তার শয়তানি কর্মকাণ্ড উন্মোচন করার দিন বলে উল্লেখ করেন।  

তিনি আরো বলেন- মধ্যপ্রাচ্য, বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননের বাস্তুচ্যুত লোকজনের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন দেয়ার ঘটনাই তাদের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩

ট্যাগ