ইরানিরা কখনই 'অস্থিতিশীল' হস্তক্ষেপের মার্কিন কালো ইতিহাস ভুলে যাবে না
(last modified Mon, 04 Nov 2024 07:32:49 GMT )
নভেম্বর ০৪, ২০২৪ ১৩:৩২ Asia/Dhaka
  • ইরানিরা কখনই 'অস্থিতিশীল' হস্তক্ষেপের মার্কিন কালো ইতিহাস ভুলে যাবে না

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, তার দেশের জনগণ কখনোই অস্থিতিশীল হস্তক্ষেপের মার্কিন কালো ইতিহাস কখনো ভুলে যাবে না। গতকাল (রোববার) আন্তর্জাতিক বলদর্পী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। 

বাকায়ি বলেন, “ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য আমেরিকা দীর্ঘ সময় ধরে যে অবৈধ হস্তক্ষেপ করেছে সেই কালো ইতিহাস আমাদের জাতি কখনো ভুলে যাবে না। এর পাশাপাশি ইরানের জনগণ সবসময়ই মনে রাখবে যে, ১৯৫৩ সালে আমেরিকা এবং ব্রিটেন ষড়যন্ত্র করে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল এবং রাজতান্ত্রিক স্বৈরশাসককে ক্ষমতায় পুনর্বহাল করে। এছাড়া সাদ্দামের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে ইরানের উপর আট বছরের ভ্রাতৃঘাতী যুদ্ধ চাপিয়ে দিয়েছিল।

তেহরানে ছাত্রদের মিছিল

১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায় এবং ইরান-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে দূতাবাসের বেশ কয়েকজন কূটনীতিককে আটক করে। পরবর্তীতে দূতাবাসের বিভিন্ন নথি থেকে জানা যায়, ইরানের বিপ্লবী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দূতাবাস ভবনকে গুপ্তচরবৃদ্ধি ও নীল নকশার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হচ্ছিল।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪

ট্যাগ