'আমরা তাদের মাথার উপরে, মার্কিন যুদ্ধজাহাজ নিবিড় পর্যবেক্ষণে’
(last modified Mon, 04 Nov 2024 11:03:26 GMT )
নভেম্বর ০৪, ২০২৪ ১৭:০৩ Asia/Dhaka
  • হরমুজ প্রণালীতে মার্কিন রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার
    হরমুজ প্রণালীতে মার্কিন রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব মার্কিন যুদ্ধজাহাজ চলাচল করে সেগুলোর ওপর ইরানের নৌবাহিনীর নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। এজন্য তিনি তার বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। 

শাহরাম ইরানি বলেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং ১৬টি শক্তিশালী ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে সেগুলোর ওপর ইরান সার্বক্ষণিক নজর রাখছে। এ কাজে ইরান বিশেষ ড্রোন ব্যবহার করছে বলে তিনি জানান। 

আজ (সোমবার) ইরানি নৌপ্রধান মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইঙ্গিত করে বলেন, “আমরা আসলে তাদের মাথার উপরে রয়েছি।”

অ্যাডমিরাল শাহরাম বলেন, ইরান যে সমস্ত ড্রোন নজরদারির কাজে ব্যবহার করে সেগুলোকে খোলা চোখেই দেখা যায়। তিনি মার্কিন সেনাদের লক্ষ্য করে বলেন, “মধ্যপ্রাচ্য আপনাদের অঞ্চল নয় এবং আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে যে, আমরা শত্রুর পদক্ষেপগুলোকে সমুদ্রেও পর্যবেক্ষণ করতে পারছি। এটি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”#

 পার্সটুডে/এসআইবি/এমএআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ