রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের মন্তব্য
‘নিষেধাজ্ঞা মার্কিন ডলারের মৃত্যু ডেকে এনেছে’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, কিন্তু তাদের আক্রমণাত্মক নিষেধাজ্ঞা বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এর পাশাপাশি এসব নিষেধাজ্ঞা ওয়াশিংটনের ওপর পাল্টা আঘাত করছে।
গতকাল (সোমবার) মস্কোতে এক সিম্পোজিয়ামে দেয়া বক্তব্যে ল্যাভরভ একথা বলেন। তিনি বলেন- রাশিয়া, চীন এবং অন্য স্বাধীন নীতি অনুসরণকারী দেশগুলোকে আমেরিকা ও তার মিত্ররা নিজেদের আধিপত্যের জন্য "হুমকি" হিসেবে বিবেচনা করে। কথিত এই হুমকি দূর করার প্রয়োজনীয়তা ঘোষণা করে তারা বিরোধী মতের দেশগুলোর বিরুদ্ধে শীতল যুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করছে।
ল্যাভরভের মতে, আমেরিকা তার "সুবিধাজনক অবস্থান" রক্ষার জন্য লড়াই করার নামে ‘ডালে বসে সেই ডাল কেটে ফেলেছে’ এবং দীর্ঘদিন ধরে তারা যে বিশ্বায়নের ব্যবস্থা লালন-পালন করেছে তাকেই তারা ধ্বংস করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে আমাদের কাছে ডলার সমস্ত মানবজাতির সাধারণ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু এখন এটি ভূ-রাজনৈতিক প্রতিযোগী এবং ভিন্নমতের বিরুদ্ধে নিপীড়ন ও শাস্তির অস্ত্রে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।