উত্তপ্ত মধ্যপ্রাচ্য
সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে এই ঘাঁটিটি অবস্থিত।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। আল-মায়াদিন আরো জানিয়েছে, হামলার পর ঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা গেছে।
আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত এই ঘাঁটিটি হচ্ছে সিরিয়ায় মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন হামলা চালিয়ে থাকে। তবে গতকালের (মঙ্গলবার) হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যখন ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলার জোরদার হয়েছে। প্রতিরোধকামী সংগঠনগুলো দাবি করেছে, গাজার প্রতি সংহতি জানিয়ে তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এসব সংগঠন বলছে, গাজায় গণহত্যা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে অন্ধ সমর্থন দিয়ে চলেছে আমেরিকা।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।