ভিন্ন খবরও আছে
ইসরাইল অভিমুখী জাহাজকে বন্দরের নোঙর করার অনুমতি দেয়নি স্পেন
ইহুদবাদী ইসরাইল অভিমুখী আমেরিকার দুটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন সরকার। সন্দেহ করা হচ্ছে ওই জাহাজ দুটিতে ইসরাইলের জন্য অস্ত্র পাঠিয়েছে আমেরিকা।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, গত ৩১ অক্টোবর এবং ৪ নভেম্বর আমেরিকার যে দুটি জাহাজ নিউ ইয়র্ক বন্দর ছেড়েছে তাদেরকে স্পেনের বন্দরে নোঙর করতে দেয়া হবে না। জাহাজ দুটি ৯ এবং ১৪ নভেম্বর স্পেনের বন্দরে ভিড়ার কথা ছিল।
এ বিষয়ে স্পেনের একজন সংসদ সদস্য দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছেন যে, ইসরাইল অভিমুখী এই দুটি জাহাজের ব্যাপারে সরকারের পদক্ষেপ কী হবে। তিনি বলেন, জাহাজ দুটিকে স্পেনের বন্দরে ভিড়তে দিলে দেশের আইন লঙ্ঘন হবে।
এর আগে গত মে মাসে ইসরাইল অভিমুখী অস্ত্র বহনকারী একটি মার্কিন জাহাজকে নিজেদের বন্দরে নোঙর না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্পেন সরকার।
তবে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল এবং দ্যা প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট নামে দুটি বেসরকারি সংস্থা তদন্ত করে জানিয়েছে যে, মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ইসরাইলে অস্ত্র নেয়ার সময় মার্কিন জাহাজ ভূমধ্যসাগরে স্পেনের আলজেসিরাস বন্দরে নোঙর করেছে। এই সময়ের মধ্যে ২৫ বার মার্কিন জাহাজ ইসরাইলে যাওয়া আসা করে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।