নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
প্যারিস চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প: রিপোর্ট
মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্যারিস চুক্তি হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি যা ২০১৬ সালে স্বাক্ষরিত হয় এবং আমেরিকা এতে সই করেছে।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্ষমতার পালাবদলের প্রস্তুতি চলছে এবং ট্রাম্পের ‘ট্রানজিশন টিম’ প্যারিস চুক্তি থেকে প্রত্যাহারের বিষয়ে নির্বাহী আদেশ এবং এ সংক্রান্ত ঘোষণা প্রস্তুত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানির ওপর বিধিনিষেধের অবসান ঘটাবেন। এছাড়া, প্রকৃতিক সম্পদ আহরণের জন্য আরো খনিতে খননের অনুমতি দেয়ার জন্য কিছু জাতীয় স্মৃতিস্তম্ভের আকার সঙ্কুচিত করবেন।
প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হলো যখন বিশ্ব নেতারা আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ নামে পরিচিত এই বছরের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আগামীকাল ১১ নভেম্বর থেকে বাকু সম্মেলন শুরুর কথা রয়েছে। প্যারিস চুক্তিসহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তিগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এবারের সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে আরো বিধিনিষেধ আরোপের চেষ্টা করা হবে। তবে, ট্রাম্প দীর্ঘকাল ধরে এ ধরনের আন্তর্জাতিক প্রচেষ্টার সমালোচক। তিনি বলছেন, প্যারিস চুক্তি চীনের মতো দেশগুলোকে সুবিধা দিচ্ছে এবং মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় অনেক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যার মধ্যে এশিয়া ও ইউরোপের বড় বাজারে নতুন এলএনজি রপ্তানির বিষয়টি রয়েছে। গত জানুয়ারিতে বর্তমান সিডেন্ট জো বাইডেন এলএনজি রপ্তানির বিষয়টি স্থগিত করেন, সেটি ট্রাম্প পুনর্বিবেচনা করবেন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১০