রিয়াদ শীর্ষ সম্মেলন ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে বলে আশাবাদ
(last modified Mon, 11 Nov 2024 04:04:17 GMT )
নভেম্বর ১১, ২০২৪ ১০:০৪ Asia/Dhaka
  • রিয়াদ শীর্ষ সম্মেলন ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে বলে আশাবাদ

সৌদি আরবে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং আরব লীগের যে বিশেষ শীর্ষ সম্মেলন ডাকা হয়েছে তা গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি রোববার রাতে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে এ  আশা প্রকাশ করেন। পেজেশকিয়ান জানান, তিনি ব্যস্ততার কারণে আসন্ন ওই সম্মেলনে অংশ নিতে না পারলেও তার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ জাওয়াদ জারিফ এতে অংশ নিতে রিয়াদ সফরে যাবেন। 

গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য আজ (সোমবার) রিয়াদে ওআইসি ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে দেশটির সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

এ সময় তেহরান-রিয়াদ সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে সৌদি যুবরাজ আশা প্রকাশ করে বলেন, এ সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে হবে। তিনি এ বিষয়ে রিয়াদে ইরানি ভাইস প্রেসিডেন্ট জারিফের সঙ্গে বৈঠক করবেন বলেও আশ্বাস দেন।  ফোনালাপে দুই নেতা পরস্পরকে তেহরান ও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১১