ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় ইসরাইলের নিন্দা জানালেন বিন সালমান
https://parstoday.ir/bn/news/event-i143672
সৌদি আরব লেবাননে ইসরাইলি আগ্রাসনের বিরোধী বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। একইসঙ্গে তিনি বলেছেন, লেবাননে আগ্রাসন চালিয়ে এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল নিন্দনীয় কাজ করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১২, ২০২৪ ০৯:৩৬ Asia/Dhaka
  • ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় ইসরাইলের নিন্দা জানালেন বিন সালমান

সৌদি আরব লেবাননে ইসরাইলি আগ্রাসনের বিরোধী বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। একইসঙ্গে তিনি বলেছেন, লেবাননে আগ্রাসন চালিয়ে এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল নিন্দনীয় কাজ করেছে।

তিনি সোমবার রিয়াদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ নিন্দা জানান। বিন সালমান বলেন, এই সম্মেলন আয়োজনের প্রস্তাব করার জন্য আমি বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশ ইরানকে ধন্যবাদ জানাচ্ছি।

ফিলিস্তিনি জাতির ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন এবং সে আগ্রাসনের পরিধি লেবাননে বিস্তৃত করার কারণে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব আবারও ফিলিস্তিনে ইসরাইলি জাতিগত শুদ্ধি অভিযানের নিন্দা জানাচ্ছে যেখানে দেড় লাখেরও বেশি মানুষ শহীদ হয়েছেন।

লেবাননে ইসরাইলি আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে জানিয়ে বিন সালমান বলেন, চলমান অবস্থার অবসান ঘটানোর জন্য জাতিসংঘকে এগিয়ে আসতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ শুরু হলেও এই প্রথম সৌদি যুবরাজকে কড়া ভাষায় ইসরাইলের নিন্দা জানাতে দেখা গেল। এছাড়া, তিনি এই প্রথম ইসরাইলের মোকাবিলায় ইরানের পক্ষে শক্ত কোনো বিবৃতি দিলেন। রিয়াদ সম্মেলনে বিন সালমানের এই ভাষণের অন্যরকম গুরুত্ব রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। #

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।