ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
আবারও মার্কিন ‘সর্বোচ্চ চাপ’-এর ফল হবে ‘সর্বোচ্চ ব্যর্থতাই’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মার্কিন সরকারকে তার দেশের বিরুদ্ধে কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন এর আগেরবার একই কাজ করতে গিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছিল।
তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোষ্টে এ হুঁশিয়ারি দিয়েছেন। আরাকচি বলেন, সর্বোচ্চ চাপের প্রথম ভার্সনে ওয়াশিংটনের ব্যর্থতার প্রমাণ হচ্ছে, ওই চাপ প্রয়োগ শুরু করার আগের তুলনায় তার পরে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বহুদূর এগিয়ে যাওয়া।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ভার্সন শুরু করা হলে তাতেও আমেরিকা সর্বোচ্চ পরাজয়ের দ্বিতীয় ভার্সনের মুখোমুখি হবে। তিনি এ ধরনের বিদ্বেষী নীতি গ্রহণ করার পরিবর্তে ‘সর্বোচ্চ প্রজ্ঞা’ প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাতে সকল পক্ষ লাভবান হবে।
আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করবেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর আরাকচি তার এক্স পোস্টটি প্রকাশ করলেন।
ট্রাম্প তার আগের শাসনামলে ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর প্রকাশ্যে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ঘোষণা করেন। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
এর ফলে ইরানের অর্থনীতির ক্ষতি হলেও তেহরান তার পরমাণু কর্মসূচির ওপর পরমাণু সমঝোতায় বর্ণিত বিধিনিষেধ তুলে দেয়। পরমাণু সমঝোতায় শতকরা সর্বোচ্চ মাত্র সাড়ে ৩ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা থাকলেও সে মাত্রা বাড়াতে বাড়াতে ইরান সর্বোচ্চ ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।