প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্য
‘বিশ্ববাসী বিশ্বাস করেছে ইরান শান্তি ও নিরাপত্তা চায়’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করেছে যে, ইরান বিশ্বে শান্তি ও নিরাপত্তা চায়। তিনি জোরালো ভাষায় বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে এক বৈঠকে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যে সমস্ত চেষ্টা-প্রচেষ্টা চালাচ্ছে তা সম্পূর্ণভাবে আইএইএ-এর কাঠামো এবং আইনের সাথে সঙ্গতিপূর্ণ।
তিনি আরো বলেন, “আমরা অতীতে যেভাবে আমাদের সদিচ্ছা দেখিয়েছি ভবিষ্যতেও একইভাবে আন্তর্জাতিক এই সংস্থার সাথে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।” পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের ওপর চাপ জোরদার করার জন্য ইউরোপীয় শক্তিগুলো যখন আইএইএ’র বোর্ড অব গভর্নরসের বৈঠকে ইরান-বিরোধী একটি প্রস্তাব আনতে যাচ্ছে তখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বললেন।
পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা যে ফতোয়া জারি করেছেন সে কথাও তুলে ধরেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কারো সাথে যুদ্ধ চায় না কিন্তু যেকোন আগ্রাসনের কঠোর জবাব দেবে।
বৈঠকে রাফায়েল গ্রোসি ইরানের প্রেসিডেন্টের শান্তিকেন্দ্রিক বক্তব্য ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলোতে ইরানি কর্মকর্তাদের সহযোগিতার কারণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রোসি বলেন, “আমরা গভীরভাবে বিশ্বাস করি যে, আপনার নেতৃত্বে ইরান এবং আইআইএ’র মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।”#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।