রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে বাইডেনের অনুমতি
(last modified Mon, 18 Nov 2024 06:54:05 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১২:৫৪ Asia/Dhaka
  • রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে বাইডেনের অনুমতি

রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই মার্কিন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। 

আমেরিকার দুইজন সরকারি কর্মকর্তা এবং এই সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, আমেরিকা ইউক্রেনকে আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএম সরবরাহ করেছে এবং এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে। 

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর অনেকটা তড়িঘড়ি করে প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্ত দিলেন। নির্বাচনে বিজয়ের আগে ও পরে বহুবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন। 

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থন অব্যাহত নাও রাখতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সূত্র জানিয়েছেন, ইউক্রেন খুব শিগগিরই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে পারে। 

এদিকে, গতকাল (রোববার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র তাদের সাথে কথা বলবে’। বহুদিন আগে থেকেই জেলেনস্কি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর অনুমতি দেয়ার জন্য আমেরিকাকে চাপ দিয়ে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৮