গাজায় গণহত্যা
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: তিন মার্কিন সিনেটর
-
সিনেটর বার্নি স্যান্ডার্স
ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার কয়েকজন সিনেটর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে মার্কিন সরকার মুখ্য ভূমিকা পালন করে আসছে।
বেশ কিছু প্রগতিশীল সিনেটর গাজায় দখলদার ইসরাইলের নৃশংসতায় সহযোগিতা করার জন্য মার্কিন সরকারের নিন্দা করেন।
ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা প্রস্তাবে আজ (বুধবার) ভোটাভুটির আগে গতকাল সিনেটররা সাংবাদিকদের সাথে কথা বলেন। কিন্তু মার্কিন সিনেটে ইসরাইলের পক্ষে জোরালো সমর্থন থাকার কারণে এই পদক্ষেপ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স এবং আরো কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এই প্রস্তাব পাসের উদ্যোগ নিয়েছেন। স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, "গাজায় আজ যা ঘটছে তা বর্ণনাতীত।" তিনি গাজায় কয়েক হাজার বেসামরিক লোকের মৃত্যুর পাশাপাশি ভবন এবং অবকাঠামো ধ্বংসের দিকে ইঙ্গিত করেন।
ভার্মন্টের প্রতিনিধি বলেন, " মার্কিন অস্ত্র এবং আমেরিকান করদাতাদের সহায়তায় ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে যা গাজার পরিস্থিতিকে আরো বেদনাদায়ক করে তুলেছে।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।