‘দোহার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয় তেহরান’
(last modified Thu, 21 Nov 2024 08:12:33 GMT )
নভেম্বর ২১, ২০২৪ ১৪:১২ Asia/Dhaka
  • ‘দোহার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয় তেহরান’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী কাতারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তেহরান বিশেষ গুরুত্ব দেয়। 

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানির সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগরীয় দ্বীপ দেশটিতে তার সাম্প্রতিক সফরের সময় দোহার সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়নে গতি আনবে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট আশা করেন, কাতার আরো দৃঢ়তার সাথে চুক্তিগুলো বাস্তবায়নে কাজ করবে। তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কথায় অটল রয়েছে, চুক্তিকে সম্মান করে এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।"

বৈঠকে পেজেশকিয়ান মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের আন্তরিক ইচ্ছা হলো মুসলিম ভাইদের সাথে উষ্ণ সম্পর্ক রাখা এবং বিশ্বকে দেখানো যে, মুসলিম দেশগুলো একে অপরকে সম্মান করে, শান্তি ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করতে পারে। পাশাপাশি এসব দেশ পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা করতে পারে।"

বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্পর্ক সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা উল্লেখ করে বলেন, দোহা আশা করছে কাতারের আমির আগামী বছরের শুরুতে ইরান সফর করবেন। তিনি আরো বলেন, “কাতারের আমির এবং সরকার দুই দেশের মধ্যে চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে।#

পার্সটুডে/এসআইবি/২১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।