গোলানি ব্রিগেডের সদরদপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা; দক্ষিণ লেবাননে তুমুল সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/event-i144144-গোলানি_ব্রিগেডের_সদরদপ্তরে_হিজবুল্লাহর_ড্রোন_হামলা_দক্ষিণ_লেবাননে_তুমুল_সংঘর্ষ
ইসরাইলে উত্তরাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে অগ্রণী ভূমিকা পালন করেছে গোলানি ব্রিগেড।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৪, ২০২৪ ০৯:৫৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহ যোদ্ধা
    হিজবুল্লাহ যোদ্ধা

ইসরাইলে উত্তরাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে অগ্রণী ভূমিকা পালন করেছে গোলানি ব্রিগেড।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরাইলের আক্কা শহরে অবস্থিত গোলানি ব্রিগেডের ‘শারগা’ প্রশাসনিক সদরদপ্তর লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কামিকাজে ড্রোনগুলো ‘নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করেছে’ বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গোলানি ব্রিগেডকে ইসরাইলি সামরিক বাহিনীর ‘সবচেয়ে সুসজ্জিত’ অভিজাত পদাতিক ইউনিটগুলির একটি হিসেবে বিবেচনা করা হয় যার পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে। গতমাসে দক্ষিণ লেবানন সীমান্তে এক সংঘর্ষে এই ব্রিগেডের সাত সদস্যকে হত্যা করেছিল হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধাদের হাতে সে সময় আরো কয়েক ডজন ইসরাইলি সেনা আহত হয় যাদের মধ্যে ১৭ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল (শনিবার) দক্ষিণ লেবাননের আল-বাইয়াদা শহরে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হন। এ সম্পর্কে সংগঠনটি জানিয়েছে, তাদের হামলায় বেশ কয়েকজন আগ্রাসী সেনা হতাহত হয়েছে। গতমাসের গোড়ার দিকে ইসরাইলি সেনারা লেবাননে স্থল আগ্রাসন শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৪