হরিহর মন্দির ভেঙে মসজিদ বানানোর অভিযোগ
সম্ভলের শাহী জামা মসজিদ তদন্ত নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত
ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ তদন্ত নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
হরিহর মন্দির ভেঙে শাহী মসজিদ নির্মাণ করা হয়েছে এ অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শংকর জৈন একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে আজ সরকারি কর্মকর্তারা সেখানে পৌঁছালে সাধারণ মুসলমানরা মসজিদে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ঐ হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগে বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে তীব্র সংঘাত হয়,তারপর নতুন করে বিতর্ক শুরু হয়েছে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে আর এবার সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে সংর্ষের ঘটনা ঘটল। গল্প সেই একই-মন্দির ভেঙে মসজিদ বানানোর অভিযোগ।

হরিহর মন্দির ভেঙে মুঘল সম্রাট বাবর ১৫২৯ সালে মসজিদ তৈরি করেন বলে দাবি করেন মামলার বাদি সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শংকর জৈন। ঐ মামলার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেয় আদালত। এর আগে ১৯ নভেম্বর প্রথম দফার তদন্ত শেষে আজ দ্বিতীয় দফার তদন্তে সেখানে যান সরকারি কর্মকর্তারা। আর তখন মুসল্লিরা মসজিদে ঢুকতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিয়ে আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ বলেছে, রোববার প্রায় তিন শধাধিক মানুষ একত্রিত হয়ে তদন্ত কর্মকর্তাদের মসিজদে প্রবেশে বাধা দেয় ও ইট নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ তখন কাঁদানে গ্যাস ছোঁড়ে। যদিও মসজিদের ইমাম বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এর পরেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন পুলিশকর্মী।#
পার্সটুডে/জিএআর/২৪