‘দখলদার বাহিনীর হামলায় এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী শহীদ’
(last modified Mon, 25 Nov 2024 07:35:31 GMT )
নভেম্বর ২৫, ২০২৪ ১৩:৩৫ Asia/Dhaka
  • ‘দখলদার বাহিনীর হামলায় এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী শহীদ’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ১০০০ এর বেশি স্বাস্থ্যকর্মী শহীদ হয়েছেন। এর মধ্য বহু ডাক্তার রয়েছেন।

ইসরাইল চলমান আগ্রাসনে গাজার হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। মিডিয়া অফিস থেকে গতকাল (রোববার) এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনী গাজার স্বাস্থ্য স্থাপনাগুলোকে প্রকৃতপক্ষে ঘোষিত টার্গেট হিসেবে ঠিক করেছে। তারা গাজার হাসপাতাল, ক্লিনিক এবং ডাক্তার ও নার্সদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার গণমাধ্যম কার্যালয় থেকে আরো বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে এক হাজারের বেশি ডাক্তার ও নার্স শহীদ হওয়ার পাশাপাশি অন্তত ৩১০ জন নার্সকে ইহুদিবাদীরা ধরে নিয়ে গেছে। এসব নার্সের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং অনেককেই কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় বাইরে থেকে কোনো মেডিকেল প্রতিনিধি দল কিংবা বিশেষজ্ঞ সার্জনকে ঢুকতে দিচ্ছে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৫