ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ও পূর্ণাঙ্গ অবরোধ দিন: জাতিসংঘকে ইরান
(last modified Tue, 26 Nov 2024 05:36:52 GMT )
নভেম্বর ২৬, ২০২৪ ১১:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ও পূর্ণাঙ্গ অবরোধ দিন: জাতিসংঘকে ইরান
    ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ও পূর্ণাঙ্গ অবরোধ দিন: জাতিসংঘকে ইরান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার কারণে ইহুদিবাদী ইসরাইলের সর্বাত্মক ও পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গতকাল (সোমবার হেগে বিশ্ব সংস্থার সনদের প্রতি আন্তর্জাতিক আনুগত্যের বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এই আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘ সনদের সাত অধ্যায়ের অধীনে ইসরাইলের বিরুদ্ধে "অবিলম্বে" শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, "সমস্ত সরকারের উচিত দখলদার ইসরাইলের সাথে অর্থনৈতিক, সামরিক এবং অস্ত্র সহযোগিতায় জড়িত হওয়া থেকে বিরত থাকা।"

ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন গরিবাবাদি। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। কিন্তু নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।