নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ‘অসম্ভব নয়’: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Mon, 16 Dec 2024 03:59:21 GMT )
ডিসেম্বর ১৬, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ‘অসম্ভব নয়’: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা ‘অসম্ভব ব্যাপার নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

তিনি রোববার তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার দৃষ্টিতে এটি কোনো অসম্ভব ব্যাপার নয়। চেষ্টা চালালে তা করা সম্ভব।”

সাক্ষাৎকারে ইসরাইলি কর্মকর্তাদের অপরাধযজ্ঞের বিষয়টি তদন্ত করার মতো নিরপেক্ষ আদালতের অভাবের কথা তুলে ধরেন গরিবাবাদি। তিনি বলেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা একটি বিচারিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা ন্যুনতম পদক্ষেপ।

তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধে কোন্‌ আদালত কীভাবে মৃত্যুদণ্ড জারি করতে পারে- এমন প্রশ্নের উত্তরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের সমর্থক ও ইসরাইলি অপরাধযজ্ঞের বিরোধী দু’তিনটি দেশ একত্রিত হয়ে একটি ‘যৌথ আদালত’ গঠন করতে পারে এবং সেখান থেকে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া সম্ভব। তবে তিনি বলেন, সেই রায় বাস্তবায়ন কীভাবে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে।

গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধাপরাধ করার দায়ে গত মাসে আইসিসি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতটি গঠনের ২২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো পশ্চিমা মিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৬