শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটি আমরা ভাবছি না: ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক
-
• ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলগত ভুল করেছে-এ কথা উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন: শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটি আমরা ভাবছি না।
ইসলামিক প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি রবিবার সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সমাবেশে বলেন: ইসরাইল এমন এক একগুঁয়ে শত্রু যে আমরা ১২ দিনের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানি জাতির বিরুদ্ধে তাদের নৃশংসতা দেখেছি। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আমির হাতামি বলেছেন: কিছু ক্ষতি আমাদের হয়েছে তারপরেও আল্লাহর রহমতে, আমাদের যোদ্ধাদের সাহসিকতা এবং জনগণের সমর্থন ও উপস্থিতি এবং প্রতিরোধের মাধ্যমে, আমরা এই অসম সংঘর্ষ এবং সংঘাতে বিজয়ী হয়েছি এবং শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হেনে আমরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দিয়েছি।
মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন: ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত। ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম। প্রতিরক্ষা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাদের পথ চালিয়ে যাব।
ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেন: ধর্মীয় ও দেশপ্রেমে উজ্জীবিত এবং জ্ঞানের শিখরে ইরানের অগ্রযাত্রার কারণেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইরানের বিরোধিতা করছে। আমরা আল্লাহর কাছে এ জন্য কৃতজ্ঞ যে, সমস্ত সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর চার বাহিনী, বিজ্ঞান ও প্রযুক্তির শিখরে আরও দ্রুত অগ্রসর হওয়ার একইসাথে, যুদ্ধ ক্ষমতা এবং সার্বিক প্রতিরক্ষার জন্য প্রস্তুতি জোরদার করার পথ অব্যাহত রেখেছে।
বিপ্লবের নেতার বক্তব্যের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, "আমাদের এক শতাংশ হুমকিকে একশ শতাংশ হুমকি হিসেবে বিবেচনা করতে হবে।" মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন: শত্রুকে অবমূল্যায়ন করা উচিত নয় এবং তার হুমকিকে আমরা গুরুত্বের সাথে নিয়ে থাকি।
তিনি আরও বলেন: "ইসলামী ইরানকে ক্ষতি করার ভ্রান্ত ধারণা নিয়ে শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল, কিন্তু ইরানের জনগণ অসাধারণ ঐক্য ও সংহতি প্রদর্শন করে তাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়েছে। জনগণ, সশস্ত্র বাহিনী এবং দেশের কর্মকর্তাদের মধ্যে দৃঢ় সংকল্প, সংহতি শত্রু ও অনেক পর্যবেক্ষকের কাছে অবিশ্বাস্য ছিল। ইহুদিবাদী ইসরাইল ইরানী জাতির অলৌকিক ঐক্য ও স্থিতিশীলতা দেখে বুঝতে পেরেছিল যে তারা বিরাট কৌশলগত ভুল করেছে।"#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।