পাকিস্তানি আলেমদের সাথে পেজেশকিয়ানের বৈঠক
ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের অভিযান এবং পশ্চিমাদের সমালোচনায় রাশিয়া
-
পাকিস্তানি আলেমদের সাথে পেজেশকিয়ানের বৈঠক
পার্সটুডে-পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমদের একটি দলের সাথে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ওই বৈঠকে গাজার নির্যাতিত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন: এই নৃশংসতার মুখে নীরব থাকার মানে হলো নিপীড়নকে সমর্থন করা।
পাকিস্তানের শিয়া ও সুন্নি পণ্ডিতদের সাথে মাসুদ পেজেশকিয়ানের বৈঠক, ট্রাম্পের বিতর্কিত অভিবাসন বিল, পশ্চিমাদের ইরান-বিরোধী অবস্থানের ব্যাপারে রাশিয়ার সমালোচনা, দখলদার ইসরাইলে ইয়েমেনের ড্রোন হামলা, ট্রাম্পের বিরুদ্ধে ব্রাজিলের প্রেসিডেন্টের অবস্থান ইত্যাদি গত ২৪ ঘন্টার মধ্যে ইরানসহ বিশ্বব্যাপী ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর। পার্সটুডের এই প্রতিবেদনে আমরা খবরগুলোর দিকে নজর দেওয়ার চেষ্টা করবো:
পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমদের সাথে পেজেশকিয়ানের বৈঠক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল (রোববার) পাকিস্তানের শিয়া ও সুন্নি পণ্ডিতদের একটি দলের সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি গাজার নির্যাতিত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি অপরাধের ধারাবাহিকতার কথা উল্লেখ করে বলেছেন: এই ট্র্যাজেডির মুখে আমাদের এবং আপনার দায়িত্ব কেবল নিন্দা করা নয়। তিনি জোর দিয়ে বলেছেন: এই নৃশংসতার মুখে নীরব থাকার মানে জুলুমকে সমর্থন করা। ধর্মীয় শিক্ষা কিংবা ইসলামী বই-পুস্তকের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেছেন: আমরা এসব বই-পুস্তক ও আদর্শের ভিত্তিতে সমাজে এবং নিজেদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন আলেমগণ সর্বদাই এই ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তির ওপর জোর দিয়েছেন। পেজেশকিয়ান আরও বলেন: যদি আমরা অন্যদের জন্য একটি মডেল হতে চাই, তাহলে আমাদের প্রথমে নিজেদের ভেতর সংস্কার শুরু করতে হবে। এটিই সেই বিন্দু যা থেকে সবকিছু শুরু হয়; ন্যায্যতা হল যেকোনো সংস্কারের ভিত্তি।
ট্রাম্পের বিল; মার্কিন অভিবাসন ও সামাজিক নিরাপত্তা নীতিতে মৌলিক পরিবর্তন
আমেরিকা যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে, ডোনাল্ড ট্রাম্প তখন একটি বিতর্কিত বিল স্বাক্ষর করেছেন। যে বিলটি কেবল দেশের সামাজিক নিরাপত্তা জালকেই হুমকিগ্রস্ত করছে না, বরং মার্কিন অভিবাসন ব্যবস্থাকে কার্যকরভাবেই কর্তৃত্ববাদী নীতি এগিয়ে নেওয়ার জন্য একটি সামরিক হাতিয়ারে পরিণত করে। ট্রাম্প বিলটিকে "সুন্দর" বলে অভিহিত করেছেন, কিন্তু অনেক মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশেষজ্ঞ এই বিলকে আমেরিকার গণতন্ত্রের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে দেখছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পশ্চিমাদের অযৌক্তিক নীতির ফল: উলিয়ানভ
ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে, তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ত্রয়ী দলের অবস্থানকে সম্পূর্ণ অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। উলিয়ানভ তাদের অবস্থানকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন। রাশিয়ার এই স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘে ইরান-বিরোধী প্রস্তাব জারির একদিন পর ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আক্রমণকে আকস্মিকভাবে লক্ষ্যবস্তু করে নি বলে উল্লেখ করেছেন। তিনি তেহরানের বিরুদ্ধে গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই তিন দেশের অবস্থানকে অযৌক্তিক বলেও বর্ণনা করেছেন।
আমরা জাফা, আশকেলন এবং হাইফায় ৩টি ড্রোন হামলা চালিয়েছি: ইয়াহিয়া সারি
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র "ইয়াহিয়া সারি" বলেছেন: দেশটির ড্রোন ইউনিট তিনটি ড্রোন দিয়ে ইসরাইলের তিনটি লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে। তিনি আরও বলেন: আমাদের দুটি অভিযানের সময় দখলকৃত জাফা এবং আশকেলন অঞ্চলে দুটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করা হয়েছিল এবং তৃতীয় অভিযানটি অধিকৃত ফিলিস্তিনের হাইফা বন্দরকে লক্ষ্য করে করা হয়েছিল। তিনি আরও বলেন: গাজার জনগণের গণহত্যা ও অনাহারের অপরাধ এবং আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের আক্রমণ এবং এর পবিত্র স্থানগুলোকে অপবিত্র করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
আমি ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করব না: ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, তিনি কেবল সমান শর্তে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য আলোচনা করতে ইচ্ছুক এবং তার রাজনৈতিক চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। ওয়ার্কার্স পার্টির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দা সিলভা বলেছেন, তিনি ব্রাজিলের কোম্পানি এবং শ্রমিকদের রক্ষা করবেন এবং আলোচনার জন্য তিনি তার প্রস্তাব প্রস্তুত করেছেন। তাঁর এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার সম্পন্ন না হলে সেদেশের পণ্যের ওপর ৫০% শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।