অবরোধ ও দুর্ভিক্ষের ছায়ায় গাজার ক্রীড়া নায়কের শাহাদাত
https://parstoday.ir/bn/news/world-i150906
পার্স টুডে - বিখ্যাত ম্যানচেস্টার সিটি কোচ তার সাম্প্রতিক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের শোচনীয় পরিস্থিতির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2025-08-03T14:47:36+00:00 )
আগস্ট ০৩, ২০২৫ ২০:০৭ Asia/Dhaka
  • ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ম্যানেজার পেপ গার্দিওলা
    ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ম্যানেজার পেপ গার্দিওলা

পার্স টুডে - বিখ্যাত ম্যানচেস্টার সিটি কোচ তার সাম্প্রতিক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের শোচনীয় পরিস্থিতির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ম্যানচেস্টার সিটির বিখ্যাত ম্যানেজার পেপ গার্দিওলা সম্প্রতি স্প্যানিশ ম্যাগাজিন জিকিউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি জনগণের বেদনাদায়ক পরিস্থিতির কথা বলেছেন। টেলিগ্রাফি ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, গার্দিওলা এই সাক্ষাৎকারে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে প্রতিদিনের বোমা হামলার কথা উল্লেখ করেছেন, যার ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছে। গার্দিওলা আরও জোর দিয়ে বলেন যে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দিয়ে ইসরায়েল পরিস্থিতি আরও খারাপ করেছে।

ম্যানচেস্টার সিটির ম্যানেজার আরও বলেন: "মানবাধিকার লঙ্ঘনের ছবি দেখে আমার সারা শরীর ব্যথা করছে। এটা কেবল ইউক্রেন বা ফিলিস্তিনে যা ঘটছে তার কারণে নয়, বরং আমাদের সকলের মধ্যে মানবতার অভাবের কারণেই ঘটছে।"

অবরোধ ও দুর্ভিক্ষের ছায়ায় গাজার একজন ক্রীড়া বীরের শাহাদাত

আরেকটি দুঃখজনক খবর হলো মিডল ইস্ট আই নিউজ পোর্টাল লিখেছে: গাজার ১৭ বছর বয়সী কিশোর এবং স্থানীয় ক্রীড়া চ্যাম্পিয়ন আতেফ আবু খাতের ইসরায়েল-আরোপিত অনাহারের কারণে প্রাণ হারিয়েছেন। গাজা অবরোধ ও সাম্প্রতিক যুদ্ধের আগে তিনি একজন সুস্থ ব্যক্তি ছিলেন কিন্তু তীব্র ওজন হ্রাসের পর তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হয় এবং তিনি অবশেষে মারা যান।

গত মার্চে গাজা উপত্যকার সম্পূর্ণ অবরোধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মারা যাওয়া ১৬৩ জন ফিলিস্তিনির মধ্যে আতেফ একজন। এর মধ্যে ৯২ জনই শিশু। এই মর্মান্তিক পরিস্থিতি গাজার বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের ওপর অবরোধের তীব্র প্রভাব তুলে ধরছে। #

পার্স টুডে/এমএএইচ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।